প্রকাশিত: Thu, Nov 9, 2023 9:11 PM
আপডেট: Sat, Dec 6, 2025 9:47 AM

[১]স্ত্রীকে চমক ৫০তম বিবাহবার্ষিকীতে ১২ লাখ সূর্যমুখী ফুল দিয়ে

প্রীতিলতা: [২] বিশেষ বিশেষ দিনগুলোতে কাছের মানুষকে উপহার দিতে কার না ইচ্ছে করে। নিজেদের ৫০তম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে একেবারে চমকে দিয়েছেন এক কৃষক। একটা, দুটা নয়, একবারে ১২ লাখ ফুল উপহার দিয়েছেন স্ত্রীকে। সূত্র: বার্তা টিভি

[৩] যুক্তরাষ্ট্রের কানসাসের বাসিন্দা লি উইলসন। বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ কিছু উপহার দেয়া ইচ্ছা ছিলো তার। তাই গত কয়েক মাসে ৮০ একর জমিতে অসংখ্য সূর্যমুখী ফুলের গাছ লাগান তিনি।

[৪] স্থানীয় সংবাদমাধ্যমকে উইলসন জানান, সূর্যমুখী ফুল তার স্ত্রীর খুব পছন্দের ফুল। তাই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্ত্রীকে চমকে দেয়ার দীর্ঘ পরিকল্পনা করেন তিনি।

[৫] স্ত্রী রিনির অজান্তে এতোগুলো ফুলের গাছ রোপণ করেন। আর বাবার এ কাজে সাহায্য করে ছেলেও। 

[৬] এমন উপহার পেয়ে দারুণ খুশি উইলসনের স্ত্রী। ‘এই উপহার পেয়ে নিজেকে বিশেষ কেউ মনে হচ্ছে। একটি সূর্যমুখী ফুলের মাঠের চেয়ে উপযুক্ত কোনো উপহারই হতে পারে না।’ বলেন তিনি। সম্পাদনা: এম খান